নিষিক্ত ল্যান্টেনা
কবি বনশ্রী বড়ুয়া
শাড়ি থেকে বাসন্তী রং তুলে
সোজাসাপ্টা আটকে থাকে বুকে,
শাড়ির জমিন সিঁদুর আঁকে সবুজ ঘাসের ফাঁকে।
সন্ধ্যে নামার আগে দৌড়ে পালায় কেউ
একটুখানি শিশির মাখে পা,
কুঁচির ভাঁজে একশোহাজার রঙ
পাহাড় কোলে ঘুমায় নরোম ঢেউ।
উঠান জুড়ে রংধনু দেয় হানা,
জলদিঘীতে লজ্জাবতীর স্নান।
মায়া ঘরে স্বর্ণলতা সাজে
উল্টো রথে যাচ্ছে ফিরে হিংসুটে এক চাঁদ।।
শাড়ির আঁচল বড্ড ছন্নছাড়া,
ইচ্ছেতে রোজ ইচ্ছেনদী কাঁদে
বুকের ব্যামো মাটির গন্ধে মাতাল হয়ে রয়।
শ্রী..
Advertisement