পথপ্রদর্শক -কবি মাহমুদা মৌ‘এর কবিতা

0
512
মাহমুদা মৌ

পথপ্রদর্শক

কবি মাহমুদা মৌ

আমার শিক্ষাগুরু,
শ্রদ্ধা জানাই তোমাদের চরণে
এই ব্রত হোক জীবনে মরনে
মানুষকি আদৌ হয়েছি আমি
জানেন আমার অন্তর্যামী
কতোটকু নিজেকে করেছি শুদ্ধ
তোমাদের শৃঙ্খলে আজও যে আবদ্ধ
পা বাড়ালেই মনে হয় পা যেন টলছে
পিছনে কারা যেন দাঁড়িয়ে বলছে
“তুমি তোমার মুল্যায়ন টা করো
মনে প্রানে সত্য পথ টাকে ধরো।”
হে আমার অগ্রজ ,
তোমাদের স্নেহ ,মায়া ,মমতা
আর শাসনের সময়গুলো ভেবে
আজও ব্যাকুল হই মমতার লোভে
দিনগুলো ফিরে পেতে মন করে তাড়া
আবেগ টা চুপসে আসে তোমাদের ছাড়া
শিক্ষাগুরু প্রণামি তোমায় ,
যখন আমি কঠিন বিষয়ে হতাম দিশেহারা
তখন তোমাদের স্নেহ মমতা দিত আমায় সাড়া।
হে আমার পথপ্রদর্শক,
তোমাদের ছাড়া আমি হওয়াটা
হয়তো হতোনা হওয়া
অনুপ্রেরণার দূয়ার খুলে
যত্নে দিলে মায়া
মানুষ করার দায়িত্ব নিয়ে ,
স্নেহ শাসনের বন্ধন দিয়ে
চেয়েছি তোমাদের ছায়া।
হে আমার গুরুজন, শিক্ষাদাতা,
চিরকৃতজ্ঞ তোমাদের কাছে
এই ঋণ শোধাবেনা পাছে
অমুল্য সম্পদ কি বা আর আছে?
হে আমার পাথেয় মানব,
তোমাদের আশীর্বাদ সাথে যেন থাকে মোর
জীবনের পাথেয় হাসিল হইবে আসিবে যখন ঘোর
তোমাদের দেখানো পথে
যেনো চলি সত্যের সাথে
তোমাদের সন্মান আমার পুঁজি
এই চেতনায় যেন বাঁচি রোজই।
প্রাণভরে প্রার্থনা করি তোমাদের তরে
সুস্হ্য থেকো সারাটি জীবন উন্নত শীরে।

৫ই সেপ্টেম্বর ২০২০

Advertisement
উৎসমাহমুদা মৌ
পূর্ববর্তী নিবন্ধমামু তুমি রমরমা মামু তুমি হিট -কামাল খাঁ‘এর ছড়া
পরবর্তী নিবন্ধনাটোরে ভূমিগ্রাসীদের থেকে সম্পত্তি রক্ষায় ভুক্তভোগীর সংবাদ সম্মেলন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে