পাথরের পাহাড়
গোলাম কবির
প্রথমত আমি মানুষই ছিলাম!
তোমাকে ভালোবাসতে বাসতে
আমি পাখি হয়ে উড়তে থাকলাম আনন্দে!
তারপর আরো একটু একটু করে
উড়তে উড়তে আকাশ হয়ে গেলাম,
তারপর নদী হয়ে আনন্দে
তিরতির করে বয়ে চললাম তোমার পানে!
কিন্তু তোমাকে না পেয়ে
আমি ঘন কৃষ্ণবর্ণের মেঘ হলাম,
মেঘ হয়ে অস্থির উড়ে বেড়াতে লাগলাম
পূর্ব থেকে পশ্চিম হয়ে উত্তরদিকে!
আস্তে আস্তে না পাওয়ার বেদনায়,
অবহেলার ধূলো শরীরে নির্লিপ্ততায়
মাখতে মাখতে কষ্টে জমাট পাথর হলাম!
তারপরও এভাবে কষ্ট পেতে পেতে
আমি একদমই পাথরের পাহাড়
হয়ে দাঁড়িয়ে থাকলাম,
এভাবে দাঁড়িয়ে থাকতে থাকতে
আমি পাথরের পাহাড়ই রয়ে গেলাম!
Advertisement