পারলে বিষবৃক্ষ উপড়ে ফেলুন:- এম আসলাম লিটন
কোন বিষফলকে যদি কেটে কুচিকুচি করা হয়, অথবা
থেতলে দেয়া হয়, পিষে ফেলা হয়, তাহলে ঐ বিষফল বিনষ্ট হবে হয়তো। কিন্তু তাতে বিষবৃক্ষের কিছুই হবে না। সে সমহিমায় আরো প্রচুর বিষফল ফলাতেই থাকবে।
এই যে সমাজে এত নিপীড়ন, দখলদারিত্ব, ধর্ষণ, খুন, লুটপাট, জোচ্চরি, বাটপারি, মুনাফাখোরি এসব এরকমই। কোন এক বিষবৃক্ষের ফল। কোন একটি দুটি ফল ধরে শাস্তি দিলে, বা ক্রসফায়ার দিলে কিবা পিষে ফেললেও এগুলো বন্ধ হবে না। হবেই না, হচ্ছেও না।
এই বিষবৃক্ষের নাম কি? পূঁজিবাদ। যার শিকড়ের নাম- বাজার অর্থনীতি, কাণ্ডের নাম সাম্রাজ্যবাদ। ডালপালার কোনটার নাম গণতন্ত্র , কোন ডালের নাম নির্বাচন, কোনটার নাম সভ্যতা, আধুনিকতাবাদ, কোনটার নাম উন্নয়ন, কোনটার নাম মানবতা, কোনটা গণমাধ্যম, কোনটার নাম আবার সামাজিক যোগাযোগ মাধ্যম।
আর পূঁজিবাদ নামক বিষবৃক্ষের রক্ষা কবজের নাম ধর্ম, আর পাতার নাম রাজনীতি।
পারলে বিষবৃক্ষ উপড়ে ফেলুন, শিকড়বাকড় সহ মূলোৎপাটন করুন। তা না হলে দাউদ বিখাউজ চুলকে এসব নির্যাতন, নিপীড়ন, ধর্ষণ, খুন, লুটপাট, আধিপত্যবাদ, বন্ধ হবে না। চুলকানি আরো বেড়ে যাবে।