পিছুডাক – এম আসলাম লিটন এর কবিতা

0
298
Syed Aslam Liton

জলপিছুডাক
এম আসলাম লিটন
.
না কেউ ডাকেনি…
তুমুল বজ্রপাতকালে বুকের পাঁজরে যখন
হাড়ভাঙা ঢেউ; ডাকেনি তো কেউ
কেউ ডাকেনি, না, কেউ না।

মেঘের ছুটন্তবেলা; জড়াজড়ি খেলা
অথবা কর্কস দুপুরে রৌদ্রবেলায়
ত্যাগের মহিমায় মহিমান্বিত নাড়িভুড়ি ঘিরে
মচ্ছবে মুখরিত ভন ভন মাছি
রক্তের উৎসবে মেতেছিল নেড়ি কুকুরের দল
রক্তিম রাজপথে শোভায়িত সভ্যনগর
বৃষ্টিরা কেঁদেছিল ব্যর্থতার দায় বুকে চেপে।

অথচ কেউ ডাকেনি; না, কেউ না!
শুধু পিছুডাক ডেকেছিল কর্কশ কাক
হাহাকার বুকে;
আকালের চিহ্ন শ্বাস জুড়ে
অশুভ চিত্র শুধু এঁকেছিল
মহাকাল থেকে উড়ে উড়ে।

Advertisement
পূর্ববর্তী নিবন্ধনাটোরের ঝলমলিয়া হাইওয়ে থানার উদ্যোগে কমিউনিটি পুলিশিং ডে অনুষ্ঠিত
পরবর্তী নিবন্ধলালপুরে তারুণ্যের অগ্রযাত্রার সাবান ও মাক্স বিতরণ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে