পিতা তোমায় মনে পড়ে
কবি রাজিব এক্কা রাজ
শোকাবহ আগস্টে পিতা তোমায় মনে পড়ে
এ হৃদয় হতে কষ্ট ঝরে
তুমি যদি কভু আসিতে ফিরে
পাহাড়সম দুঃখ- বেদনা যেত দূরে।
আজো আমরা কাঁদি বাঙালি
তুমিবিনে রাজপথ লাগে খালি খালি
তাই মুজিব নামের সুর কন্ঠে তুলি
তোমার কথা যায় বলে বাংলাদেশের নদীগুলি ।
পিতা তোমায় স্মরণ করে সবুজ- বন বাংলার মাটি
এই বুঝি বাংলাদেশে আসছো ছুটি
রোজ রাত্রি ভোরে তোমায় ভেবে চমকে উঠি
বিরহে শোকে ভিজেয়ে দেই বালিশটি।
Advertisement