সাফিয়া খন্দকার রেখা : ১৮৫৭ সালে মজুরী বৈষম্য, কাজের অমানবিক পরিবেশের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের রাস্তায় নেমেছিলেন সুতা কারখানার নারী শ্রমিকেরা। সেই মিছিলে চলে সরকারের দমন পীড়ন। ১৯০৮ সালে নিউইয়র্কের সোশ্যাল ডেমোক্রেট নারী সংগঠনের পক্ষ থেকে আয়োজিত নারী সমাবেশে জার্মান সমাজতান্ত্রিক নেত্রী ক্লারা জেটকিনের নেতৃত্বে সর্ব প্রথম আন্তর্জাতিক নারী সম্মেলন হয়।
ক্লারা ছিলেন জার্মান রাজনীতিবিদ এবং জার্মান কমিউনিস্ট পার্টির স্থপতিদের একজন। এরপর ১৯১০ সালে ডেনমার্কের কোপেনহেগেনে হয় দ্বিতীয় আন্তর্জাতিক নারী সম্মেলন। সতেরোটি দেশ থেকে ১০০ জন নারী প্রতিনিধি এ সম্মেলনে যোগ দেন এবং প্রতি বৎসর ৮ মার্চকে আন্তর্জাতিক নারী দিবস হিসেবে পালন করার প্রস্তাব দেন ক্লারা। সেই থেকে সারা পৃথিবী জুড়েই পালিত হচ্ছে এই দিনটি।
নারীর প্রতি সহিংসতা মুক্ত পৃথিবী, মানবাধিকারে নারীর অবস্থান, সিদ্ধান্ত গ্রহণে নারীর ভূমিকা, শিক্ষা, প্রশিক্ষণ, প্রযুক্তি ক্ষেত্রে নারীর অংশ গ্রহণ, নিজের অধিকার ও মর্যাদা… এ সব ই নারীকে নিজের জন্য নিজেকেই তৈরি করে নিতে হবে। কেবল মাত্র প্রজনন ক্ষমতা নয় প্রতিটি নারীর হাত হোক কর্মজীবী নারীর হাত…..পৃথিবীর সকল নারী স্বাবলম্বী হোক এই প্রত্যাশা… শ্রদ্ধা এবং ভালোবাসা সকল নারীদের জন্য…..