প্রসঙ্গ ভারত-বিরোধিতা- জাকির তালুকদার
সেই ১৯৭৩ সালে বদরুদ্দিন উমর পরিষ্কার করে দিয়েছিলেন– মোল্লারা বা ধর্মীয় রাজনীতির ধ্বজাধারীরা ভারতের বিরোধিতায় নামে ভারতকে হিন্দুদের দেশ মনে করে।
কিন্তু আমরা বিরোধিতা করি ভারতের আঞ্চলিক সম্প্রসারণবাদিতার। এই অঞ্চলের ছোট দেশগুলোর জনগণের ওপর ভারত নানা ধরনের চাপ প্রয়োগ করে নিজের তাঁবেদার করে রাখে।
আমি নিজে অবশ্য এখন আর ভারতের দোষ ধরতে চাই না। দোষী তো আমাদের পরিচালকরা। নিজেদের দেশের স্বার্থ যারা বিসর্জন দেয় অন্যের কাছে। বিনিময়ে পায় অর্থ-বিত্ত আর ক্ষমতা নিরঙ্কুশ রাখার নিশ্চয়তা।
সংযোজন: ভারতের কোটি কোটি কৃষক, শ্রমিক, শোষিত, বঞ্চিত জনগণ আমাদের শত্রু নন। তারা শোষণের বিরুদ্ধে যে সংগ্রাম চালিয়ে যাচ্ছেন, তাতে সবসময় আমাদের নৈতিক সমর্থন আছে।
যে সব অ্যাকটিভিস্ট, গ্রুপ, দল, লেখক, বুদ্ধিজীবী সাম্প্রদায়িকতার বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছেন, সাধারণ মানুষের অধিকার আদায়ের জন্য সংগ্রাম করছেন, পরিবেশ রক্ষার জন্য বাঁধ ও নদীর গতিপথ পরিবর্তনের বিরুদ্ধে আন্দোলন চালিয়ে যাচ্ছেন, এনআরসির বিরুদ্ধে সোচ্চার, তারা আমাদের সহযোদ্ধা। আমরাও সহযোদ্ধা তাদের।