প্রিয় মাহবুব, আজ জন্মদিন তোমার -নীলিমা শামীম

0
300
নীলিমা শামীম

প্রিয় মাহবুব
আজ জন্মদিন তোমার
নীলিমা শামীম

অনেক অনেক আদরের সন্তান,
তুমি ছিলে মা- বাবা, ভাই- বোন, ভাগ্নে- ভাগ্নের,
ভাতিজা- ভাতিজির ও আত্নীয় – স্বজনের!!
বরষা স্নাত ভর দুপুরে পহেলা জুলাই
আম কাঠালের ঘ্রানে মধুর এমন কালে
এসেছিলে ধরার ধরনীতে বিমোহিত করে!!
আষাড়ের কোনো এক শুভ ক্ষনে
তুমি জন্মেছিলে মা বাবার ঘর আলোকিত করে
খুশিতে আত্নহারা হেসেছিল সকলে কেদেছিলে তুমি শুধুই এই ভবে!!
ধরনীর বুকে যবে এলে কষ্টের মাঝেও রত্ন পেল মা পুত্রসন্তান বলে নাকি বাশীই আনন্দিত!
আজ মাকে জানাই হাজার শ্রদ্ধা সালাম তোমায় পেয়ে আমি! বেহেস্তের ফুলবাগান দান
করুক আল্লাহ!! তুমি সেইদিন করেছো মোরে ধন্য যেদিন ধরেছো হাত আর করেছো অনন্য!
অবাধ্য৷ বোকাকে বানিয়েছো অতি পরিচিত ও অনন্য! ভালোলাগা ভালোবাসা তোমাতেই
সীমাবদ্ধ রেখেছি নিরুপণ এক নিভীর আচ্ছ্যাদন ও আবিরে! তোমাকে পাঠিয়েছেন বিধাতা
এই ধরনীকুলে শুধু আমার জন্য! আমি ধন্য এই ধরণীতলে তুমি প্রিয় মোর জীবনে আছো
বলে! আমার সন্তানরা ধন্য পিতার প্রেমে নিজেদের করেছে স্বাবলম্বী করেছে তোমার অনন্য
স্নেহ ভালোবাসায়। তুমি কখনো শাষক, কভু প্রেমিক, কভু হয়ে উঠে উৎফুল্য বন্ধু ভাবাপন্ন
তোমার এই অসাধরন ভালোবাসা তাদের করেছে প্রসন্ন।
রক্তিম লাল চোখে থাকো যখন তুমি সকলেই ভয়ে কাপে জড় সড় নির্ভয় যোগাতে আমায়
প্রেরণ করো প্রেমিকারুপি মা বানিয়ে!
হাসি ঠাট্টায় থাকো যখন সবারি মনে জাগে উচ্ছলতায় পরিপূর্ণতা আনন্দাল্লাশি বন্ধু!
আমিতো ভেবেই মরি তুমি কি সেই নাকি অন্য কিছু যা দেখিছিনু আগে! পাগল বড্ড তুমি!
পরক্ষনেই তুমি হয়ে যাও প্রেমিক মনের সুপুরুষ, রাগিলে বড্ড ভালো লাগে।।।
দাদুভাইকে নিয়ে খেলনা বানিয়ে দেখি এক নগন্যা সাধারণ মানুষ রুপ তোমার!
ঘোড়াও সাজো কভু কভু দাদাভাইকে উল্লাশিত করার ব্যাকুলতায়!!

০১/০৭/২০২০ /

Advertisement
উৎসনীলিমা শামীম
পূর্ববর্তী নিবন্ধনাটোরের সিংড়ায় করোনার দুঃসময়ে মানুষের দুয়ারে জনলোক
পরবর্তী নিবন্ধসব শেষ হয়ে যায়নি এখনও -কবি সুপ্তি জামান‘এর কবিতা

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে