ফুটেছে বোল
কবি শাহীন চৌধুরী ডলি
পুরুষ তোকে পুষেছি যোনিতে,রেখেছি বক্ষে
তোর জন্মের ইতিহাসে রাখিনি কলঙ্কের ছায়া
দিন-রাত্রির আয়েশ বিসর্জনে শীর্ণ মা
তিলোত্তমায় শিশু থেকে মানবে রুপান্তর করেছি।
তোর হাঁটা,কথা বলা, শিক্ষা সবেতে মায়ের দান
কোন অভিশাপে সভ্যতা পিষেছিস নারকী শয়তান!
তোর বিকৃত যৌনাচারের পুনঃ পুনঃ আবির্ভাবে
ঘৃণিত চিত্তে ভালোবাসা মূর্ছায়
ছিঃ ছিঃ ছিঃ চরম গ্লানি রাখি কোথায়?
আমিই পুরুষের জননী,ভার্যা,কন্যা,ভগ্নী
প্রিয়তমা ক্লিওপেট্রা,আফ্রোদিতি,হেলেন,পদ্মাবতী
জ্বালিয়ে দিয়েছি আজন্ম লালিত অনুভূতির জঞ্জাল
ক্ষোভের বহ্নিশিখায় পুড়েছি মোহময় মায়াকাল।
দেহসত্তার সংগ্রামে প্রতিবাদী ঠোঁটে ফুটেছে বোল
নষ্ট শিশ্নের বিপরীতে জাগ্রত লাখো জনতার হুল
স্লোগানে মিছিলে প্রকম্পিত ছাপান্ন হাজার বর্গমাইল,
না যদি পারিস নিজেকে করতে সংবরণ
প্রস্তুত ফাঁসির মঞ্চ,জল্লাদ,নির্ঘাত মৃত্যুবরণ।
লেখাকাল, ১৫ অক্টোবর ২০২০