ফেনী নদী -কবি দোলন মল্লিক‘এর কবিতা

0
604
দোলন মল্লিক

ফেনী নদী

কবি দোলন মল্লিক

তুমি আমি আর ফেনী নদী
আমরা চিন্তা করি নিরবধি।

পানির পিপাসায় আমার দিকে
হাত বাড়াইলো কাকতাড়ুয়া,
বিড়াল তোমার প্রিয় ছিলো
ডরাইতা ইঁদুর চুহা।

নদীর পাড়ের জাম গাছটায় কচিকাঁচা পোলা,
এধার ওধার ঝুইলা আছে দেখতে বানর ঝোলা।
হাত ছাইড়া ঝাপ দিতাছে দেখতে লাগে ভুলে,
ফেনী নদীর পানিগুলান যাইতেছে কার কূলে?

তুমি আমি আর ফেনী নদী
আমরা চিন্তা করি নিরবধি।

(৩১ জুলাই ২০২০)

Advertisement
পূর্ববর্তী নিবন্ধপিতা তোমায় মনে পড়ে -কবি রাজিব এক্কা রাজ‘এর কবিতা
পরবর্তী নিবন্ধমোহাম্মদ আলী রনজু‘এর একগুচ্ছ ছড়া

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে