ফ্যাল ফ্যাল চেয়ে থাকি -কবি আসাদজামান‘এর কবিতা

0
325
Md Asaduzzaman
ফ্যাল ফ্যাল চেয়ে থাকি
কবি আসাদজামান
প্রতিদিন দেখি রাষ্ট্র এসে
আমার কোলে ঘুমায়
এই আমাকে থাকতে হচ্ছে
নিত্য নতুন কোমায়।
সব খেয়ে খেয়ে হাভাতে আমি
তবু যেন চাই আরো
আর কত পেলে চাইবোনা আমি
কেউ কি বলতে পারো ?
মনে মনে আমি দেশপ্রেম খুঁজি,
বাহিরটা সব মেকি
যতবার পুড়ি বোধের আগুনে
ফ্যাল ফ্যাল চেয়ে দেখি।
বেসামাল এই পৃথিবী আবার
শুদ্ধ হবে যে কবে
লোভ লালসার জলাঞ্জলি,
মহাকালের হবে।
সলিটারি শেলে বন্দি রেখে
শুভ্র চিন্তা যত
মগজে মগজে করে যায় চাষ
স্হায়ী বেদনা ক্ষত।
এত এত পাপ মনের বাগানে
দিচ্ছে উঁকিঝুঁকি
যতবার পুড়ি বোধের আগুনে
বাংলা তোমাকে দেখি।
কে কত পাপী কে অপরাধী
নিচ্ছি কোলে তুলে
সবাই আমার নয়তো আপন
যাচ্ছি সে কথা ভুলে।
যে যত চোর কন্ঠে জোর
দিচ্ছি জোরে হাঁক
দেখিয়ে শালিক বলছি তারে
ময়না বলে ডাক।
বলো বলো দেশ এবার তুমি
এ নয় কি পাগলামি?
যতবার পুড়ি বোধের আগুনে
ফ্যাল ফ্যাল চেয়ে থাকি।
২৫.০৮.২০২০
Advertisement
উৎসMd Asaduzzaman
পূর্ববর্তী নিবন্ধফসল ফলাবার তাড়া নেই -কবি নাসিমা হক মুক্তা‘এর কবিতা
পরবর্তী নিবন্ধবুকপকেটের বাজেট! -কবি আব্দুল্লাহ আল নোমান‘এর কবিতা

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে