বাউয়েটের নতুন প্রক্টর গোলাম সরওয়ার

0
339

বাউয়েটের নতুন প্রক্টর গোলাম সরওয়ার
বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি
নাটোরের বাগাতিপাড়ায় বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজির (বাউয়েট) প্রক্টর হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন সিএসই বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ গোলাম সরওয়ার ভূঁঞা। শুক্রবার বাউয়েটের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। নতুন প্রক্টর বৃহস্পতিবার তঁার দায়িত্বভার গ্রহন করেন। তিনি গণিত বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক মোঃ নাসির উদ্দীনের স্থলাভিষিক্ত হলেন। এর আগে তিনি বাউয়েটের সিএসই বিভাগের ভারপ্রাপ্ত প্রধান, বাউয়েট ওয়েবসাইট ডেভেলপমেন্ট ও স্টুডেন্ট ম্যানেজমেন্ট সফটওয়ার প্রস্তুতি কমিটির এবং ফ্যাকাল্টি এন্ড অফিসার্স মেস কমিটির সভাপতি, ছাত্র কল্যাণ উপদেষ্টা ছাড়াও বিভিন্ন কমিটির গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। প্রক্টর মোহাম্মদ গোলাম সরওয়ার ভূঁঞা চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলার পূর্ব উপলতা গ্রামে জন্মগ্রহণ করেন। এছাড়া বিশ্ববিদ্যালয়ে সহকারী প্রক্টর হিসেবে যোগদান করেছেন সিএসই বিভাগের প্রভাষক মিঠুন কুমার, ইংরেজি বিভাগের প্রভাষক মাশরুফা আলম এবং পুরকৌশল বিভাগের প্রভাষক মোঃ তানভীর হাসান।

Advertisement
পূর্ববর্তী নিবন্ধনলডাঙ্গার মাধনগর স্টেশনে বাংলাবান্ধা এক্সপ্রেস ট্রেনের যাত্রা বিরতির উদ্বোধন
পরবর্তী নিবন্ধনাটোরে জোর কদমে চলছে শারদীয় দূর্গোৎসবের প্রস্তুতি

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে