বাগাতিপাড়ায় চাঁদপুর টেকনিক্যাল আ্যন্ড বিএম কলেজে জাতীয় শোক দিবস পালিত

0
476

বাগাতিপাড়া চাঁদপুর টেকনিক্যাল আ্যন্ড বিএম কলেজে জাতীয় শোক দিবস পালিত

নাটোর কণ্ঠ: নাটোরের বাগাতিপাড়া উপজেলার চাঁদপুর টেকনিক্যাল অ্যন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজ এ বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার সকাল সাড়ে ৯ টায় কলেজের সম্মেলন কক্ষে বঙ্গবন্ধুর জীবন ও স্বাধীনতা ও বাঙালির জীবনে ১৫ আগস্ট এর শিক্ষা শীর্ষক আলোচনা অনুষ্ঠিত হয়।

এ সময় কলেজ অধ্যক্ষ মোঃ মকবুল হোসেন তাঁর স্বাগত বক্তব্যে বঙ্গবন্ধুর জীবনাদর্শ ও আত্মত্যাগের আদর্শে উদ্বুদ্ধ হতে সবাইকে আহ্বান জানান। তিনি বলেন, কোন আত্মত্যাগী কোন পরিশ্রমই বৃথা যায় না বঙ্গবন্ধু হত্যার উজ্জ্বলতম দৃষ্টান্ত। তার রেখে যাওয়া বাংলাদেশ আজ অনেক দূর এগিয়েছে আমরা বিভিন্ন দিক থেকে সমৃদ্ধতা অর্জন করেছি। আমাদের আরও সামনে এগিয়ে যেতে হবে বঙ্গবন্ধুর স্বপ্নকে সফল করতে হবে।
কলেজ অধ্যক্ষ মোঃ মকবুল হোসেনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন ডুমরাই হিজলি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহাদাত হোসেন, হাজী মোঃ মোতালেব হোসেন, স্থানীয় আওয়ামী লীগ নেতা আনোয়ার হোসেন দুলাল সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। আলোচনা অনুষ্ঠান শেষে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন চাঁদপুর হাফিজিয়া মাদ্রাসার সুপার আনিসুর রহমান।

Advertisement
পূর্ববর্তী নিবন্ধ‘বঙ্গবন্ধুর সৈনিকরা মানুষের বিপদে ঘরে বসে থাকে না’ – সিংড়ার মেয়র
পরবর্তী নিবন্ধনলডাঙ্গায় আওয়ামীলীগের উদ্যোগে বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী পালিত

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে