বাগাতিপাড়ায় সাংবাদিকের ছিনতাই হওয়া মোবাইল উদ্ধার,শাস্তির দাবি

0
403
bagatipara
সেলিম রেজা,বাগাতিপাড়া, নাটোরকন্ঠ: নাটোরের বাগাতিপাড়ায় তথ্য সংগ্রহ করতে গিয়ে দুইজন সাংবাদিককের ছিনতাই হওয়া মোবাইল দুটি উদ্ধার করেছে পুলিশ। গত রাতে ফোন দুটি উদ্ধার করে বাগাতিপাড়া প্রেসক্লাবের সভাপতি ও সেক্রেটারিকে বুঝিয়ে দেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নাজমুল হক। তবে ফোন দুটির চারটি সিম ও দুই ফোনের মেমোরি কার্ড ফেরত দিতে পারেনি পুলিশ। এ ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছে বাগাতিপাড়া সহ নাটোরের সাংবাদিক সমাজ। তারা পুলিশের রহস্যময় কর্মকান্ডের সমালোচনা করে বলেন পুলিশ এ ঘটনায় কোন অভিযুক্তকে কেন আটক করেনি তার জবাব দিতে হবে।
এদিকে বাগাতিপাড়ায় সাংবাদিক লাঞ্চিত’র ঘটনায় জাতীয় সাংবাদিক সংস্থা কেন্দ্রীয় কমিটির সভাপতি মুহম্মদ আলতাব হোসেন ও সদস্য সচিব মোঃ আবুল বাসার মজুমদার তিব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। সাংবাদিক লাঞ্চিতের জন্য দ্রুত প্রশাসনের পদক্ষেপ নেওয়ার আহবান জানান। এ ঘটনায় নিন্দা জানান জাতীয় দৈনিক বিশ্ব মানচিত্র পত্রিকার সম্পাদকঃ এডভোকেট মোঃ রাশেদ উদ্দিন। তিনি বলেন সাংবাদিককে লাঞ্ছিত করার ঘটনাটি অত্যন্ত দুঃখের বিষয় এবং অভিযুক্ত ব্যক্তিদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তিনি। এ বিষয়ে জাতীয় সংস্থার কেন্দ্রীয় স্টিয়ারিং কমিটির সদস্য ও সভাপতির একান্ত সচিব মুহাম্মদ কামরুল ইসলাম বলেন, সাংবাদিক লাঞ্চিতের ঘটনায় অভিযুক্ত আসামিদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্হা না করলে সাংবাদিক সংস্থা কঠোর কর্মসূতী দিতে বাধ্য হবে।
 মামলার তদন্তকারী অফিসার এসআই জাহাঙ্গীর বলেন, আমরা মোবাইল ফোন উদ্ধার করতে পেরেছি, আমাদের অভিযান অব্যহত আছে আসামীদের ব্যাপারে আমরা খুবই তৎপর,আর ছিনতাইকৃত মোবাইলের সিম ও মেমোরি কার্ড উদ্ধারে তারা কাজ করছে বলেও জানান তিনি।
উল্লেখ্য, গত বুধবার দুপুরে উপজেলার জামনগর ইউনিয়নের ঘোষপাড়া এলাকায় সংবাদ সংগ্রহ করতে গেলে দুই সাংবাদিক লাঞ্ছিত ও মোবাইল ছিনিয়ে নেয় মামলার অভিযুক্তরা।
Advertisement
পূর্ববর্তী নিবন্ধঅঙ্কনবিদ্যা – নিউইয়র্ক প্রবাসী কবি বেনজির শিকদার‘এর কবিতা
পরবর্তী নিবন্ধমা -কবি শাহিনা খাতুন‘এর কবিতা

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে