নাটোরের বাগাতিপাড়ায় জামনগর হাটে লাগামহীন ভাবে বাড়ছে কাচাঁবাজার সহ নিত্যপণ্যের দাম!!
বাগাতিপাড়া, স্টাফ রিপোর্টার, নাটোর কণ্ঠ: –
নাটোরের বাগাতিপাড়া জামনগর বাজারে সপ্তাহে দুটি হাট, রোজ বৃহস্পতি ও সোমবার, হঠাৎ করেই লাগামহীন হয়ে উঠেছে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের বাজার।
অসহনীয় উত্তাপ বইছে চাল, ডাল, আটা, মাংস, শাকসবজি, তেল, পেঁয়াজ, মসলা সহ বিভিন্ন পণ্যের দামে। হঠাৎ করে বাড়ছে আলু, পেঁয়াজ ও কাঁচা মরিচের দাম। যার ফলে মারাত্মক সমস্যায় পড়ছেন মধ্যবিত্ত, নিম্নবিত্ত ও সীমিত আয়ের মানুষ।
অস্বাভাবিক এই দাম বৃদ্ধির পেছনে যৌক্তিক কোনো কারণ নেই। সিন্ডিকেটের কারসাজির কারণেই মূলত এমন পরিস্থিতির সৃষ্টি হচ্ছে।
প্রসঙ্গত, সরকারের কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কোল্ড স্টোরেজ পর্যায়ে প্রতি কেজি আলুর দাম ২৩ টাকা, পাইকারি পর্যায়ে ২৫ টাকা এবং খুচরা পর্যায়ে ৩০ টাকা নির্ধারণ করে দেওয়া হয় প্রথম ধাপে।
দ্বিতীয় ধাপে মন্ত্রী আর ৫টাকা বাড়িয়ে বাজার ধর নির্ধারণ করেন প্রতি কেজি আলু ৩৫ টাকা দরে বিক্রি করার জন্যে। কিন্তু সরকারের বেঁধে দেওয়া বাজার দর মানছেন না স্থানীয় ব্যবসায়ীর।
আজকে নাটোর জেলার বাগাতিপাড়া জামনগর হাটে বিভিন্ন স্থানে খুচরা বাজার ঘুরে দেখা যায়, আলু বিক্রি হচ্ছে ৪০-৫০ টাকা, দেশি পেঁয়াজ ৭৫-৮০ টাকা, পাকিস্তানী পেঁয়াজ ৬০-৭০ টাকা, আদা গত সপ্তাহে ছিল ৮০-৮৫ টাকা বর্তমানে ৭০-৮০ টাকা, দেশি রসুন ৮৫ টাকা, কাঁচা মরিচ ২৫০-৩০০টাকা, টমেটো প্রতি কেজি ৮০-১০০ টাকা,বেগুন ৫০-৬০টাকা,লাউ প্রতি পিচ ৩৫-৪০টাকা পুই শাক ৩০-৪০ টাকা করলা ৬০-৬৫ টাকা।
দোকানদারকে প্রশ্ন করলে তারা উত্তর দেয় বাজারগুলোতে আলুর দাম বৃদ্ধি পাওয়ায় আমার ৪০-৫০ টাকা ধরে বিক্রি করতে হচ্ছে।
কি কারণে হঠাৎ করে এত টাকা বৃদ্ধি পেল জানতে চাইলে তারা বলেন, শুনছি আড়্যতে আলুর সংকট রয়েছে। তাই দাম বৃদ্ধি পেয়েছে।