বাগাতিপাড়ার জামনগরে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থীরা এক কাতারে!

0
529

বাগাতিপাড়ার জামনগরে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থীরা এক কাতারে!

বাগাতিপাড়া প্রতিনিধি : নাটোরে বাগাতিপাড়ায় জামনগর ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থীরা সম্মিলিত ভাবে দলীয় মনোনয়ন প্রাপ্ত প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারণা চালাবেন মর্মে রেলি শেষে পথ সভায় প্রতিজ্ঞাবদ্ধ হয়েছেন।

আজ বৃহস্পতিবার বিকালে উপজেলায় জামনগর বাজারে রেলি ও
পথসভা করা হয়। পথসভায় আসন্ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী বর্তমান চেয়ারম্যান আব্দুল কুদ্দুস, প্রভাষক শাহ আলম, মাষ্টার মাসুদুর রহমান বক্তব্য রাখেন। সবাই সম্মিলিত ভাবে আওয়ামী লীগের উন্নয়ন মূখী কর্মকাণ্ড প্রচার ও দলীয় মনোনয়ন প্রাপ্ত প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারণা চালানোর জন্য প্রতিজ্ঞাবদ্ধ হন। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বাগাতিপাড়া উপজেলা তাঁতিলীগের সভাপতি শামসুজ্জামান মোহন ও মাষ্টার মাহাতাব হোসেন প্রমূখ।

Advertisement
পূর্ববর্তী নিবন্ধকরোনার দ্বিতীয় ওয়েভ মোকাবেলা করার জন্য রোডম্যাপ করা হয়েছে
পরবর্তী নিবন্ধলালপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি পুত্র সন্তানরে বাবা হলনে, শুভেচ্ছা

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে