বাগাতিপাড়া (নাটোর) সংবাদদাতা: নাটোরের বাগাতিপাড়া উপজেলার জামনগর ইউনিয়নের ঘোষপাড়া গ্রামের মুরগির খামার ঘনবসতিপূর্ণ এলাকায় হওয়ায় দুর্গন্ধে অতিষ্ট হয়ে সম্প্রতি খামারের মালিক সুলতান আলীর বিরুদ্ধে উপজেলা প্রশাসন সহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ করেন স্থানীয়রা। এ ঘটনায় বেশ কিছু দৈনিকে এবং অনলাইন নিউজ পোর্টালে খবর প্রকাশিত হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, ঘনবসতিপূর্ণ এলাকায় মুরগির খামার স্থাপন করে পরিবেশ দুষণ করার একাধিক লিখিত অভিযোগর প্রেক্ষিতে ঘটনাটি তদন্ত করতে জনস্বাস্থ্য প্রোকৌশল অধিদপ্তরের উপ-সহকারী কর্মকর্তা প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুনকে দায়িত্ব দেন উপজেলা প্রশাসন। পরে অভিযোগের সত্যতা পেয়ে উপজেলা প্রশাসনকে লিখিত তদন্ত প্রতিবেদন দিয়েছেন বলে নিশ্চিত করেন তিনি।
মুরগির খামার সমুহ বসত বাড়ীর পার্শ্বে হওয়ায় এবং পরিবেশ দুষণ রোধে খামার মালিক সুলতান আলী ও আসাদুল ইসলামকে সাত দিনের মধ্যে মুরগির খামার অন্যত্র স্থানান্তর করার নির্দেশ দেন উপজেলা নির্বাহী অফিসার প্রিয়াংকা দেবী পাল। অন্যথায় মালিকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ সহ খামার উচ্ছেদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে বলে লিখিত আদেশে উল্লেখ করা হয়।