বাগাতিপাড়ায় আধুনিক ধান উৎপাদন বিষয়ে কৃষকদের প্রশিক্ষণ

0
293

বাগাতিপাড়ায় আধুনিক ধান উৎপাদন বিষয়ে কৃষকদের প্রশিক্ষণ

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি
নাটোরের বাগাতিপাড়ায় আধুনিক ধান উৎপাদন বিষয়ে দিনব্যাপী কৃষকদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার উপজেলার ঠেঙ্গামারা গ্রামে বাংলাদেশ ধান গবেষনা ইন্সটিটিউটের সহযোগিতায় এবং স্থানীয় কৃষি বিভাগের আয়োজনে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ ধান গবেষনা ইন্সটিটিউটের রাজশাহী আঞ্চলিক অফিসের প্রধান ও মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. ফজলুল ইসলাম প্রধান অতিথি থেকে আধুনিক ধান উৎপাদনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। তিনি ব্রি ধান-৮১ এবং ব্রি ধান-৮৭সহ বিভিন্ন নতুন জাতের ধান উৎপাদন এবং এর কলাকৌশল সম্পর্কে আলোকপাত করেন।

কর্মশালায় উপজেলা কৃষি কর্মকর্তা মোমরেজ আলীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উর্দ্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. হারুন অর রশীদ এবং বৈজ্ঞানিক কর্মকর্তা ফাহমিদা আক্তার। এ প্রশিক্ষণ কর্মশালায় বাগাতিপাড়া উপজেলার ৩৩ জন কৃষক অংশ নেন।

Advertisement
পূর্ববর্তী নিবন্ধনাটোরে ২৫ কেজি গাঁজা ও পিকআপসহ ৩ মাদক ব্যবসায়ী আটক
পরবর্তী নিবন্ধনাটোরের লালপুরে আওয়ামী লীগের বিক্ষোভ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে