বাগাতিপাড়ায় আন্তর্জাতিক অভিবাসী দিবসে আলোচনা

0
214

বাগাতিপাড়ায় আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে আলোচনা

বাগাতিপাড়া(নাটোর)প্রতিনিধিঃ
“মুজিববর্ষের আহবান, দক্ষ হয়ে বিদেশ যান” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নাটোরের বাগাতিপাড়ায় আন্তর্জাতিক অভিবাসী দিবস উদযাপিত হয়েছে। এ উপলক্ষে শুক্রবার সকালে উপজেলা পরিষদের বড়াল সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আলোচনা সভায় শহিদুল ইসলাম বকুল বলেন, যারা বিদেশে যেতে ইচ্ছুক তাদেরকে অবশ্যই দক্ষ হয়ে গড়ে উঠতে হবে। তার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ কিছু প্রশিক্ষণের ব্যবস্থা আছে করোনা পরিস্থিতি স্বাভাবিক হলেই কার্যক্রমগুলো শুরু হয়ে যাবে।

সভায় উপজেলা নির্বাহী অফিসার প্রিয়াংকা দেবী পাল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর-১ (বাগাতিপাড়া-লালপুর) আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অহিদুল ইসলাম গকুল, সহকারী কমিশনার (ভুমি) নিশাত আনজুম অনন্যা, এস.আই তারেক বিন খালিদ, বীর মুক্তিযোদ্ধা শ্যামল কুমার রায় প্রমুখ।

Advertisement
পূর্ববর্তী নিবন্ধনাটোরে গাঁজা সহ ০২ জন আটক
পরবর্তী নিবন্ধসাহিত্য ও সংস্কৃতি চর্চার মধ্য দিয়েই সমাজে বিপ্লব ঘটানো সম্ভব- সিংড়ায় বক্তারা

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে