বাগাতিপাড়ায় দন্ডাদেশ প্রাপ্ত শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে গড়িমসি

0
290

বাগাতিপাড়ায় দন্ডাদেশ প্রাপ্ত শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ম্যানেজিং কমিটির গড়িমসি

বাগাতিপাড়া, নাটোর কণ্ঠ: বাগাতিপাড়ায় ভুয়া ডায়াগনস্টিক সেন্টার পরিচালনা করায় বাগাতিপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের ভোকেশনাল শাখার সহকারী শিক্ষক মতিউর রহমান কে ভ্রাম্যমান আদালত ১ মাসের কারাদন্ড দিলেও গত ৭ দিনেও অপরাধীর স্কুল থেকে কোন ব্যবস্থা নিতে গড়িমসি করছেন স্কুল প্রধান শিক্ষক বাবর আলী এমন টাই অভিযোগ সাধারণ মানুষের।কেনো অপরাধীর শিক্ষকের বিষয়ে গত সাত দিনেও কোন ব্যবস্থা নিচ্ছে না স্কুল ম্যানেজিং কমিটি ধারনা সাধারন মানুষের।

এই বিষয়ে মুঠোফোন নাটোর জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ডিও রমজান আলী বলেন বিষয়টি আমি শুনেছি প্রধান শিক্ষকে ফোন করে বৃহস্পতিবার মধ্যে সাময়িক বরখাস্ত করতে বলেছি, তিনি যদি না করেন রবিবারে তিনি নিজেই সাময়িক বরখাস্তের কাগজ পাঠাবেন।

প্রধান শিক্ষক বাবর আলী 01713786942

সভাপতি সাদেকুর রহমান 01718001803

রমজান আলী মাধ্যমিক শিক্ষা অফিসার নাটোর 01710873424

Advertisement
পূর্ববর্তী নিবন্ধসিংড়ায় ফ্রান্স পণ্য বর্জনের ঘোষনা তৌহিদী জনতার
পরবর্তী নিবন্ধলালপুরে ৪১তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ,স্ত ৫ম বিজ্ঞান অলিম্পিয়াড

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে