বাগাতিপাড়ায় বঙ্গবন্ধু জাতীয় যুব দিবস উপলক্ষে ঋণের চেক বিতরণ

0
242

নাটোরকন্ঠ বাগাতিপাড়া :
“মজিব বর্ষের আহবান যুব কর্মসংস্থান” এই স্লোগান নিয়ে নাটোরের বাগাতিপাড়ায় বঙ্গবন্ধু জাতীয় যুব দিবস উপলক্ষে আলোচনা সভা, সনদপত্র ও যুব ঋণের চেক বিতরণ করা হয়েছে। আজ রোববার সকাল ১০টায় উপজেলার জিমনেসিয়াম হল রুমে উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে যুব উন্নয়নের প্রশিক্ষন প্রাপ্ত ৯ জনকে ৫ লাখ ৩৫ টাকা ঋণের চেক প্রদান ও যুব উন্নয়নের প্রশিক্ষনের ৪টা কেন্দ্রের ১২ জন কে বিভিন্ন মেয়াদে প্রশিক্ষনার্থীদের মাঝে সনদ পত্র বিতরণ বিতরণ করেন নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল।
উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রিয়াংকা দেবী পাল এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অহিদুল ইসলাম গকুল, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নুরুল ইসলাম ঠান্ডু, বীর মুক্তিযোদ্ধা শ্যামল কুমার রায়, স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা রেজাউল ইসলাম, সাবেক পাকা ইউপি চেয়ারম্যান নয়েজ মাহমুদ, উপজেলা যুবলীগের সভাপতি নাসিম মাহমুদ সহ স্থানীয় আওয়ামী লীগ ও যুব ও যুব মহিলারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সঞ্চালনায় সহকারী উপজেলা যুব উন্নয়ন অফিসার কামরুল ইসলাম, সার্বিক সহযোগিতার সহকারী উপজেলা যুব উন্নয়ন অফিসার মোঃ আব্দুল সবুর প্রমুখ ।

Advertisement
পূর্ববর্তী নিবন্ধলালপুরে বঙ্গবন্ধু জাতীয় যুব দিবস পালিত
পরবর্তী নিবন্ধবাগাতিপাড়ায় যুব দিবস পালিত

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে