নাটোরকন্ঠ বাগাতিপাড়া : নাটোরের বাগাতিপাড়ায় শুরু হয়েছে চলতি মৌসুমের গম সংগ্রহ অভিযান।দুপুরে গম সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করেন নাটোর-১ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল।
এসময় উপজেলা চেয়ারম্যান অহিদুল ইসলাম,উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রিয়াঙ্কা দেবী পাল সহ খাদ্য বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।প্রতি কেজি ২৮ টাকা হারে ১ হাজার ১২০ টাকা মন দরে কেনা হচ্ছে এবারের গম।
এখান থেকে মোট ১ হাজার ২৫৯ মেট্রিক টন গম সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে খাদ্য বিভাগ।তবে বাজারে গমের মূল্য সরকার নির্ধারিত মূল্যের চেয়ে প্রতিমন ৮০ থেকে ১০০ টাকা বেশি হওয়ায় সরকারের কাছে গম প্রদানে অনিহা প্রকাশ করছেন কৃষকরা।
Advertisement