বারামখানা -কবি আজাদুর রহমান‘এর কবিতা

0
317
আজাদুর রহমান

বারামখানা

কবি আজাদুর রহমান

এখানে
জীবন সুন্দরভাবে গৃহীত হয়,
সকল ব্যার্থতা ঝরে পড়ে
সকল অস্রু একসাথে ক্লান্ত হয়
যেন বহুকাল আমি ঘুমাই নি
যেন থামার জন্য স্থির চারধার।

মনে হয়
এখনি বাবার পৈথানে শুয়ে পড়ি,
এমন শান্তি, ঘন সবুজ
দেহের মাপে মানানসই কবর
মনে হয় খুব বেশি বাঁচার
খুব প্রয়োজন নাই।
মনে হয় প্রতিটি জীব
ঈশ্বরের মত একমাত্র একা,
এক এবং অদ্বিতীয়।

মনে হয়,
শুয়ে পড়ি, শুয়ে পড়ি
ঠিক এখনি শুয়ে পড়ি।

Advertisement
উৎসআজাদুর রহমান
পূর্ববর্তী নিবন্ধছয় বছরেও ফলন পাননি কৃষি উদ্যোক্তা
পরবর্তী নিবন্ধঋণ -কবি জয়া ঘোষ‘এর কবিতা

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে