বিভিষীকা -হামিদুর রহমান‘এর ছড়া

0
542
Hamidur Rahman

বিভিষীকা

হামিদুর রহমান

অবরুদ্ধ নগরী নিস্তব্ধতা চারিপাশ
চারিদিকে বিভিষীকা করেছে গ্রাস
নাই কোলাহল সকলই অচল
করোনা গিলে খাচ্ছে ধরনীতল।
এ কোন অভিশাপ বড়ই পরিতাপ
বাইরে যাওয়াটা অতিব বারন
অস্ত্র বিনা যুদ্ধে রত
দুনিয়ার যত মানব সকল।
মহাজ্ঞানী যারা হয়ে দিশেহারা
মহা শক্তিধর তারা নাই অবিচল
স্থির নেই কেউ সকলে অস্থির
পেরেশান মাঝে সইছে ধকল।
কখন কি যে হয় অজানা শংকায়
দুরু দুরু মনে ডাকি বিধাতায়
এ নিরাবতা দুরিভুত হোক
ফিরে আসে যেন কর্মচঞ্চল।

Advertisement
উৎসHamidur Rahman
পূর্ববর্তী নিবন্ধনাটোরে লিচুর রাজ্যে করোনার থাবা, ৫০ কোটি টাকার আর্থিক ক্ষতির আশঙ্কা
পরবর্তী নিবন্ধবাগাতিপাড়ায় দিনরাত মাথার ঘাম পায়ে ফেলে কাজ করছেন বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে