বিরহ না প্রেম
কবি শাহিনা খাতুন
ইছামতীর তীরে ছোট্ট ঘর
পূর্ণিমা রাতে চাঁদ আর নদীর প্রেম
বিরহ না প্রেম?
কেউ যদি ফেলে চলে যায়
কেউ যদি মনে না রাখে
তুচ্ছ আশায় যদি কেউ
বিশ্বস্ততা আর আনন্দ হারায়
তবে নদীর কিছু যায় আসেনা।
গগন ভরে আছে কালো মেঘে
বৃষ্টি নামবে বলে অপেক্ষা করোনা
বরং ধরে নিয়ো হাওয়ায় হাওয়ায়
উড়ে যেতে পারে সব মেঘ
যে হীনতায় বীজের আর
বৃক্ষ হওয়া হলোনা
তাতে কৃষ্ণচূড়ার রঙ বদলে যায়না।
নতুন মন নতুন ফুল
পুরনো চোখ পুরনো স্মৃতি
পাখির ঠোঁটের বটের ফলের মতো।
৮/৬/২০২০
Advertisement