বিষণ্ন পাখি -কবি নাসিমা হক মুক্তা‘এর কবিতা

0
513
Nasima Akter Mukta Mukta

বিষণ্ন পাখি

কবি নাসিমা হক মুক্তা

খিড়কি ফাঁকে পিনপতনে শহর
বিষণ্ন একটি পাখি
পাখা নেড়ে খুব লোভ দেখিয়ে
খাঁচায় পাথর ছুঁড়ে ;
অসহায় দেহগুলো লাফ দিতে ভেংচি কাটে তৃণলতা।

“যে বাসায় ডিম ওম্ দিত পাখি
সেটি কারো পৈত্রিক বাড়ি নয়
ঐশ্বরিক বিধানে পাওয়া”!

আপন কৌশলে ধরা খেয়ে শ্বাসরুদ্ধকর বাঁচা
সিনাই পর্বত তাঁবুর নিচে
খড়ের গাদার মতো আগুন ধরিয়ে
পানি, মদির, মধুর ও দুধের ঝর্ণার অপচয়
না খেয়ে মরে যাচ্ছে আত্ন- সর্বস্ব রাজারা।।

Advertisement
উৎসNasima Akter Mukta Mukta
পূর্ববর্তী নিবন্ধঅবোধ -কবি শাহিনা খাতুন‘এর কবিতা
পরবর্তী নিবন্ধমরীচিকা -শাপলা জাকিয়া‘র ভৌতিক গল্প -পর্ব-১৩

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে