বুনোফুল -কবি বনশ্রী বড়ুয়া‘এর কবিতা

0
473
শ্রী. বড়ুয়া বনশ্রী

বুনোফুল

কবি বনশ্রী বড়ুয়া

পথের ধারে কিংবা ঝাউ বনের পাশে,
যে বুনোফুলটা ফুটে আছে আপন মনে,
জন্মে যার অবহেলা,অবজ্ঞা আর গ্লানিতে….
নাইবা থাকলো সু-উচ্চ প্রাচীর,
নিড়ানি অথবা মালীর নরম হাতের পরশ!
তবু তার সৌন্দর্যে বিমুগ্ধ প্রকৃতি!
বুনোফুলের মাদকতায় রোজ নেশা জাগে কত কবির!
কত কবিতার বিবর্ণমুখে আসে হাসি!
জন্মমাত্র সদ্যোজাত কবিতার আর্তনাদ…
হয়ত বুনোফুল,
মালা গেঁথে উঠেনি খোঁপায়;
হয়ত সাজায়নি কোন অধিকারের বাসর
সে অক্ষমতা বুনোফুলের নয়,
খোঁপার অথবা মালীর…
অথবা টুনকো অধিকারের…..।

শ্রী..

Advertisement
উৎসশ্রী. বড়ুয়া বনশ্রী
পূর্ববর্তী নিবন্ধসিংড়ায় মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন
পরবর্তী নিবন্ধসুখেরও কষ্ট আছে -কবি মুতাকাব্বির মাসুদ‘এর কবিতা

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে