বেঁচে থাকার আনন্দ -কোহিনুর আকতার‘এর কবিতা

0
240
কোহিনুর আকতার ডেজি

বেঁচে থাকার আনন্দ

কোহিনুর আকতার

দুপ্রান্তের দুটি আত্মা এক হয়ে যাওয়া-
প্রেমমাধুর্য আস্বাদন করেছি!
জগতে সুখানুপাত বেড়ে যেতে দেখেছি।
বাড়ানো হাতের স্পর্শ নিয়ে বেঁচে থাকার আনন্দ দেখেছি।
সুখের আস্বাদন পেয়েছি।
কিছুসময়ের জন্য হলেও
আঁধারকে আলো হতে দেখেছি।
ধরা হাত ছেড়ে যেতে দেখেছি।
অতি বিশ্বাসে কষ্টকে ছুঁতে দেখেছি।
সুখের ওপর বিশ্বাসও হারাতে দেখেছি।
টগবগিয়ে এগোতে দেখেছি;
পা টিপে-টিপে পিছু হটতেও দেখেছি।
কখনও কিছু না পেতে দেখেও-
সারাক্ষণ পাওয়ার প্রতীক্ষায় থাকতে দেখেছি!

Advertisement
উৎসকোহিনুর আকতার ডেজি
পূর্ববর্তী নিবন্ধক্ষয়িষ্ণু ক্ষণ -সাফিয়া খন্দকার রেখা‘এর কবিতা
পরবর্তী নিবন্ধনাটোরে বসতির চাপে উচ্ছেদ বেত বন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে