বৈরী মন
কবি ছন্দা দাশ
আর কতো দিন গুনবো, আরও কতো
প্রতীক্ষার প্রহর পার হলে আসবে সুবর্ণ প্রভাত।
গৃহবন্দী জীবনের তাল কেটে যাচ্ছে
অজানা এক বৈরী কীটের দংশনে।
দুরত্ব কখনো কাছে আনে। ভালোবাসার সংসারে
জন্য তা পয়মন্ত। মনের নৈকট্যে যখন
বিধ্বংসী সুর তখন গভীর হয় বিরহের মধুরতা।
আর কতো অসহনীয় মন নিয়ে গাইব
জীবনের গান। বাইরে পৃথিবী তন্নী কুমারীর
মতো সাজায় ঋতু সাজের রূপের পসরা।
মনের ঘরে আজ কালরাত্রির দীর্ঘ যাত্রা।
সুন্দরের আবাহন আজ বিসর্জনের নদীতে।
ঈশ্বরও কি নিরুপায়ী় স্বাক্ষর করছেন
স্বসৃষ্ট জগত সভায়?মনের ঘরও তব
কেন করেনি রুদ্ধ?
দিন যাপনের কষ্টে বেঁচে থাকার আনন্দকে
করছে ক্লান্তিকর দাঁড় টানা মাঝির মতো।
আর কতো প্রহর পার করতে হবে?আর
কতো যন্ত্রণার রাত পার করে মানুষ বলবে
দেখ আমরা জয়ী -আমরা অমৃতপুত্র।
কবি তাপস চক্রবর্তীর আহ্বানে “লক ডাউন চ্যালেঞ্জের” তৃতীয় দিনে কবির তৃতীয় কবিতা ১/৭/২০