ভাটির দেশ
কবি সুপ্তি জামান
সামনে দীর্ঘ খালে বহমান জল
পিছনে প্রকান্ড জলাধারে জিওল মাছ
ডানে জঙ্গলাকীর্ণ খানাখন্দে মশাদের কলোনি
বামে প্রসারিত ঝিলের জলে শালিধান
বানের জলে সব ভেসে যায়
জলের সাথে ভেসে যায় হাঁস,
ঘর আর টানে না তারে আজকাল।
নৈঃসঙ্গের আগুনে পুড়ে যায় ফুল
বৃথাই ঝড়ে পড়ে শিউলি মাটির পরে
হাজার বছরের অনাদর বুকে নিয়ে
মাটির ঘরে শুয়ে থাকে শব।
প্রলম্বিত বিদায়ের মোহনবেলায়
সানাইয়ের করুন সুর বেজেছিল একটানা
তুমি কেঁদেই চললে অবিরত,
চোখের ভাষায় ছুঁয়ে থাকার আকুতি,
আমি পাথর চোখে চেয়ে রইলাম নিষ্পলক
আকন্ঠ পান করে নিলাম দেখে লইবার তৃষা
মন বলছিল আর কোনদিন মিটবে না তিয়াস
ফিরে আর আসবে না
আর দেখা হবে না।
তুমি জানতে একদিন পাথর গলে জল গড়াবে অবিরাম,
পাথর গলে জল নামছে, ছুটে চলছে ভাটির দেশে।
Advertisement