ভালোবাসা ‘কুইট’ করা যায় না -কবি মুতাকাব্বির মাসুদ‘এর কবিতা

0
457
Mutakabbir Masud

ভালোবাসা ‘কুইট’ করা যায় না

কবি মুতাকাব্বির মাসুদ

ওড়ফুলের পাপড়িতে দোলে
রুপোলী দুপুরের বিদগ্ধ আলো
কোমল-চপল ‘যৈবতী’ বিকেলের ক্ষুধিত বুকে
দিনের শেষে জেয়াফত সেরে
কিশোরী ডানায় রোদ নিয়ে ফেরে পাখি
শেষ বিকেলের বিপন্ন আলোর ছায়ায়
একগুচ্ছ বিনোদিয়া নীল প্রজাপতি
আলো-আঁধারের ছায়া নিয়ে খেলে
কালো বিনুনির ফেরারি সন্ধ্যায়
বিধবা কুপির আড়ালে
শৈবাল পুকুরপাড়ে সেদিন
অনুভবের সেই তুমিও ছিলে সাথে
একবার দেখেই ভালোবাসলাম
কী দেখলাম কে জানে?
তবে কিছুতো একটা দেখেছিলাম নিশ্চিত

তুমি বললে ‘শোনো!
শেষ বিকেলে ভালোবাসা হয় না’,
‘কুইট’ করো’
আমি বলি এ জটিল জীবনের
একটাই জটিল সমিকরণ
যার ভেতর ভৌত পরিবর্তনের কোনো-ই স্থান নেই!
ক্রমাগত দ্বান্দ্বিক এক রাসায়নিক বিক্রিয়া
অনুভবে তৈরি করে অনিন্দ্য কোমল
এক প্রণয়ের ‘মিথসক্রিয়া’!
তুমি তা জানোনা!
হৃদয়ের বিমূর্ত অঞ্চলে
ভালোবাসা একবার ‘ড্রপ’ করলে
সে ভালোবাসা আর কখনোই ‘কুইট’ করা যায় না !

অবশেষে গোধূলির শেষ সীমানায় শেষ বিকেলের সূর্য
তাঁর কপালে- কপোলে অগোছালো আবেগের চুলে
চাঁদের প্রহর এঁকেদিল চুম্বনে চুম্বনে!
সাগর এসে বিনয়ী হাত মেলে দিলো
প্রেমোদ্ধত ঢেউয়ের আড়ালে
টুপ করে দু’ফোঁটা চোখের জল
ফেলে সে অকারণে ! কেন ফেলে?
তবে কি সেও বুঝে গেছে
পৃথিবীর সব অঙ্গিকার ‘কুইট’ করা যায়
ভালোবাসা ”কুইট” করা যায় না !

২২-০৮-২০২০

Advertisement
উৎসMutakabbir Masud
পূর্ববর্তী নিবন্ধবুকপকেটের বাজেট! -কবি আব্দুল্লাহ আল নোমান‘এর কবিতা
পরবর্তী নিবন্ধচলন বিলে গভীর রাতে পথ হারানোর ৪০ পর্যটককে উদ্ধার করল পুলিশ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে