ভালোবাসার সন্ধান -সৈয়দ মিলন‘এর কবিতা

0
435
Soyed Milon

ভালোবাসার সন্ধান

সৈয়দ মিলন‘এর কবিতা

ওহে কন্যা প্রকৃত ভালোবাসা খুজছো,
তবে কেন দামি বাইক আর
ধনী বাবার ছেলের পিছে ঘুরছো।
তুমি যে সুখ খুজে বেড়াচ্ছো,
তা হয়তবা রয়েছে গাছতলাতে
কিন্তু সেই সুখ তুমি
বোকার মতো খুজে বেড়াচ্ছো দশতলাতে।
সব থেকে আশ্চর্যের বিষয়,
তোমাদের চোখ সর্বদাই থাকে উচুতে।
তাই তোমরা বুঝতেই পারো না,
পৃথিবীর সব থেকে ভালো বস্তুটিই থাকে নিচুতে।
ধনী বাবার দামি বাইকআলা ছেলেটি
যখন করে তোমার সর্বনাশ,
তখন তুমি হতে চাও লাশ।
সর্বদাই ভাবো করেছি বড় ভুল,
এখন কি করে দেব তার মাশুল।

Advertisement
উৎসSoyed Milon
পূর্ববর্তী নিবন্ধনাটোরে ৩৮ জন আক্রান্ত আজ
পরবর্তী নিবন্ধআম্রপালী -কবি রাকিবুল রকি‘এর কবিতা

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে