মরে যাচ্ছি
ভাস্কর বাগচী
যেদিন আমার অস্তিত্ব মা জানিয়ে ছিল!
সেদিন থেকেই তো আমি মরে যাচ্ছি,
আমার কুসুম কমল শৈশব!
সেও মরে গেছে।
আমার দুরন্ত কৈশোর,
দুর্জয় যৌবন তারও যাত্রা করেছে,
অগস্ত্যযাত্রায়!
সময় পর সময় মরে যাচ্ছে,
মরে গেছে সভ্যতা পর সভ্যতারা!
জন্মে মৃত্যুর ঘটছে, মৃত্যুর মৃত্যু ঘটছে!
মৃত্যু যাতনায় কাতর বিশ্বলোক!
নিথর দেহে একটা মৃত্যুর সমাপ্তি দেখা যায়।
মৃত্যুর যাত্রীদল কি দেখা যায়?
তবুও বাড়ছে জীবন্ত মৃত্যুর সংখ্যা!
Advertisement