মা
কবি শাহিনা খাতুন
আমি এখন চাঁদ দেখবো
ইট পাথর আর ধুলোর শহরেই
চাঁদের আলোয় মহাজনের হাতে হাত পাতবো
কি অপূর্ব আলো!
আলোর ভেলায় ভেসে ভেসে
চলে যাবো তোমার দেশে।
যদি বাঁশী বাজাও
যদি সুর তোল
যদি মিলন মেলায় নিয়ে যাও
যদি বিরহ মেলায় নিয়ে যাও
যদি বলো মায়ের খেলায় মেতেছে বিশ্ব
এই যে সেই মা
আমি দেখবো চাঁদ কই!
ওযে আমার মা
ওরে ওযে সবার মা।
Advertisement