মানুষ আবার একটু ভাবো- ডাঃ শ্যামল বৈদ্য
পৃথিবীর আজ মহা অসুখ!
সভ্যতার ছোঁয়ায় অসুখী ব্রহ্মান্ড!
ভূগর্ভস্থ জলস্তর নিন্মমুখে!
দূষণের ভূষণে মৃত্যুর কালো ছায়া!
করোনা মহামারীর ভয়ানক রূপ!
মানুষের সচেতন ও দৃঢ় সংকল্পের বড্ড অভাব! রাজনৈতিক ক্ষমতা পিপাসুর সস্তা অঙ্ক!
সময় এসেছে জনতার একটু ভাবার। ভাবো মানুষ মরার আগে একটু ভাবো?
পৃথিবীর কক্ষপথে পৃথিবী সুন্দর থাকতে চেয়েছে,
। তাকে কী আমরা সুন্দর হাসিমুখে থাকতে দিয়ছি?
অদৃশ্য করোনা ভাইরাস চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিলো, মারণ থাবার পরিনতি কী?
অপর দিকে পৃথিবী মুচকি হেসে বলে দিলো সৌন্দর্যের সংজ্ঞা কী?
সুন্দর হবার বাসনা সবারই থাকে। সুন্দর জীবনটাই নষ্ট করে দিচ্ছে Eating Disorder. নামক গ্লামার দুনিয়ার অসুখী সাম্রাজ্য!
সারাবিশ্ব অসুস্থ চামড়া নিয়ে ঝুলে পড়ছে প্রতিযোগিতার ভয়ঙ্কর মানসিক রোগে!
পৃথিবী আজ কত শান্ত!
সে বলছে ওহে মানুষ – শান্ত সুখী হাসিমুখের চেয়ে সুন্দর আর কেউ নয়!
সময় থাকতে মানুষ আবার একটু ভাবো?
এবার একটু বেশি করেই ভাবো।