মানুষের মৌলিক চাহিদা পুরন করছে সরকার -পলক

0
348

রাজু আহমেদ, নাটোরকন্ঠ:

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি বলেছেন, গ্রামকে শহরে রুপান্তর করার জন্য সরকার কাজ করে যাচ্ছে। রাস্তাঘাট, বিদ্যুত, শিক্ষা, স্বাস্থ্য সহ মানুষের সকল মৌলিক চাহিদা পুরনে কাজ করছে জননেত্রী শেখ হাসিনা সরকার। এজন্য গ্রামের মানুষ শহরের সেবা পাচ্ছে গ্রাম থেকেই। গ্রামে ইন্টারনেট সংযোগের ব্যবস্থা ও করেছেন বর্তমান সরকার।

তিনি আরো বলেন, সুস্থধারার রাজনীতি এবং খেলাধুলার মাধ্যমে সুস্থ বিনোদনে তরুনদের মধ্য বিকাশ ঘটাতে হবে। আজকের তরুনরা আগামীতে দেশ পরিচালনা করবে। তাদের মেধার বিকাশ ঘটাতে মাদক ছেড়ে মাঠে আসার আহবান জানান তিনি।

প্রতিমন্ত্রী মঙ্গলবার দুপুর ১২ টায় নাটোরের সিংড়া উপজেলার বেলোয়া উচ্চ বিদ্যালয় মাঠে আদাবাসি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন কালে উপরোক্ত বক্তব্য রাখেন।

সুকাশ ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মজিদের সভাপতিত্বে উপস্থিত ছিলেন,
উপজেলা আওয়ামী লীগের সভাপতি ওহিদুর রহমান শেখ, উপজেলা আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক মাওলানা রুহুল আমিন, সুকাশ ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আজাহারুল ইসলাম, সহ সভাপতি ফরিদুল ইসলাম, আব্দুল জলিল, সাধারন সম্পাদক প্রভাষক হালিম মো: হাসমত, ইউনিয়ন যুবলীগ সভাপতি আলম হোসেন, সাধারন সম্পাদক আবুল কালাম আজাদ, আওয়ামী লীগ নেতা সুলতান আহমেদ, আদিবাসি নেতা সরেশ উড়াও প্রমূখ

Advertisement
পূর্ববর্তী নিবন্ধফতুর -কবি আনিছুর রহমান‘এর কবিতা
পরবর্তী নিবন্ধসিংড়ার মেধাবী বৃষ্টি’র লেখাপড়ার দায়িত্ব নিলেন আইনজীবী ইউসুফ আলী

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে