মায়া জড়ানো চোখের ভাষা || অসিত কর্মকার
দুরন্ত ঐ যান্ত্রিক জীবন দেখেছি বারেবার
হতাশায় মুখখানা মলিনবিধুর সেটাও দেখেছি তার
এরই মাঝে হৃদয়ে দেখেছি আনন্দ অপার-
অথচ এমন চোখের ভাষা দেখিনি বন্ধুটার
যে ভাষায় ছিল স্বপ্ন জড়ানো হীরকখণ্ড বুকে সেঁটে
ব্যগ্র দুচোখে ভাষাহীন ঠোঁটে আনন্দ চিৎকার!
শ্রীমান কোবিদ এলিই যদি ছিলি কেন স্বপ্নপুর
জানিস না সে জেদি পুরুষ স্বপ্নঘোরেও দিতে পারে রূপ
থাকতিস যদি হাজার কিংবা কোটি মাইল দূর।
২৭-০৪-২০২১ ইং
Advertisement