মেঘ না চাইতে বৃষ্টি -কবি আরিফ নজরুল‘এর কবিতা

0
211
Arif Nazrul

মেঘ না চাইতে বৃষ্টি

কবি আরিফ নজরুল

বৃষ্টির মতো ঝরে পরে জাফরানি ঠোট শিউলি শেফালি
রক্তরাগে ফুটে আছো আসাদের শার্টের ভেতর
শাদা কাঞ্চন মনে প্রবাহিত ঝর্না পাথর নুড়ি পথে
কদমবুকে ঝাউ পবনের গান চোখে আছে জল সড়ক।
ও পথে হাটি একাএকা রোদস্পর্শে নিউরন কাঁপে
ডালিম ঠোঁট তিরতির হেমন্ত হাওয়া নেমে আসে
পাহাড়ের শরীর বেয়ে, তোমার গন্ধ মাদকতায়
গালিবের কবিতার মুগ্ধ পাঠক ছুটে চলি।
সাত মাত্রায় কেঁপে উঠবে বলে ইচ্ছেরা ঘুমিয়ে থাকে
লাল শাপলার পাপড়ি গুলো রোদ পোহায় বিল জুড়ে
বকফুল ঝুলে আছে রমনার কোলে ভালোবাসায়
সর্পগন্ধা, স্বর্ণচাঁপা অশোক তোমাকে দেখে।
সোনালু শাড়ি জড়াও জানি কামনা বেহুলা বাতাস
কাঁকন বাঁজে, নুপুর বাঁজে, বাঁজে শিশির নুপুর
হলদেপাখি কুটুম ডাকো কফিচুমু দিয়ে
যেখানে স্বর্গদেবী হয়ে নেমেছো।

Advertisement
উৎসArif Nazrul
পূর্ববর্তী নিবন্ধনাটোর পুলিশের মানবিকতায় বেঁচে গেল একটি প্রাণ
পরবর্তী নিবন্ধকবি মাহফুজা আরা পলক‘এর ছ‘টি কবিতা

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে