মেঘের ওলান ফুলে বৃষ্টি হয়ে ঝরে
কবি নাসিমা হক মুক্তা
সন্ধ্যার শানকিতে মেঘের বোল খেলে
ঘনঘন কালিবর্ণের মূর্ছনায়
ঝাঁক ঝাঁক পাখির ইস্তাফা ঘরে ফিরে আনন্দে
বনপাংশুল সবুজ অলিন্দে
রাত্রির বুকে সেতার শ্লোকে ব্যাঙ ডাকে গাঙের ভাঁটায়
আকাশের ডালে গাঙচিলের বিজন সুর
শিশিরের মতো ঝরে পড়ে দূর্বাঘাসে
মেঘের ওলান ফুলে বৃষ্টি হয়ে
জলের ডাহুক শতজল ঝর্ণার পদাবলী
পাহাড়ের চূড়া থেকে গুণগুণে রস ঢালে
নদীর চিতলের ডানায়
যা বৃক্ষের গুড়ায় বনতুলসীর চিরল পাতা হাসে।
Advertisement