মোম•জল•রং মশাল মিছিল -কবি সোমা ঘোষ, কলকাতা

0
479
Soma Ghosh

মোম•জল•রং মশাল মিছিল

কবি সোমা ঘোষ, কলকাতা

জলের মাঝে পুড়তে থাকা
মোম•জল•রং মশাল মিছিল…
মাথার ওপর নৈঋত জেগে আলো।
নিকোনো উঠোন কাঠ পিঁড়ি —
ঘুমন্ত দরজায় কড়া নাড়ার শব্দ জাগে
কড়া নাড়ার শব্দ…
সুগন্ধি প্রসাধনী আয়না কাঁটা,
ধনেখালি মাছরাঙা ডুরে শাড়ি পাড় আর লম্বা বেণী…
সবটা ব্যক্তিগত তবু নিজস্বী নেই কোনো।
জলের মাঝে আবার ও পুড়তে থাকা —
মোম •জল •আর রং মশালের মিছিল
ভেজা আকাশ রাশি রাশি নক্ষত্র
অনেক উঁচু আলো দেখানো পথ,
বৃষ্টি ভেজা শাপলা ফুল জাপটে ধরা রাত
এ কেবল…
জলের ঘুম ভাঙ্গানোর ছল… শুধু ই ছল..

Advertisement
উৎসSoma Ghosh
পূর্ববর্তী নিবন্ধঅবশেষে দল থেকে বহিষ্কার হলেন সিংড়ায় সেই আলোচিত কোটিপতি নব্য আওয়ামী লীগ নেতা
পরবর্তী নিবন্ধপ্রতিমন্ত্রী পলকের নিজ তহবিল থেকে মানবিক সহায়তা প্রদান

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে