মোহাম্মদ আলী রনজু‘এর একগুচ্ছ ছড়া

0
376
Mohammad Aliranju

প্রবৃদ্ধি

সব কিছুতেই বেশি বেশি,
কম পাব ভাই কিসে..
আমরা গরীব আমজনতা
হারিয়েছি দিসে….

চালের বাজার লাগাম ছাড়া,
তেলের দামটাও বেশি..
ইলিশ মাছের দাম শুনে ভাই,
আমরা গরীব হাসি…

দেশি মুরগীর দাম কত আর,
হয়নি যাবত জানা….
দুধ সেমাই আর পোলাও চাল,
কিনতে ছিল মানা..

লাগাম ছাড়া সব কিছুতেই
ধরবো কেমন করে..
ধরতে গেলে, ভোল্টেজেতে
যাবই আমি মরে…

মরার ভয়ে উপোস থাকি,
পেটে সুঁচোর দম…
প্রবৃদ্ধিতে দেশ এগিয়ে,
বোম বোম বোম..

ক্ষমতা

যাঁতা কলে আমরা গরীব,
আস্ত ফাটা কাঁঠাল….
ভানুমতির খেলা দেখে
অমজনতা বেতাল…..

পাঁকবে’নাতো পাঁকিয়ে দিবে,
তাঁতিয়ে গরম সিঁকে…
ওদের মত না চললে
জীবন হবে ফিকে..

মন না চাইলেও,
হাত তুলে কও আমি তোমার দলে..
নইলে কিন্ত ধাঁরাল ছুরি
ধরবে তোমার গলে….

একটু সাহস দেখাও দেখি
বাপের বেটা কেকে..
অরাজনৈতিক গ্যাড়া কলে,
ছুটছে দিকবিদিকে.

সাবধান!!!

আগের মত প্রশাসন যদি
হত তেমন কঠোর…..
তবে কি আর করোনা এমন
দিতে পারতো এমন দৌড়…?

প্রথম প্রথম ঢাকায় যখন
ধরলো করোনায়…
প্রশাসন তখন চরম গরম
কাউরে ছারেনাই…

কেই খাইছে পাছায় বাড়ি
কেউ খাইছে পিঠে…
কেউ খাইছে চড় থাপ্পর
কেউ খাইছে গিটে…..

এখন করোনা নাকের ডগায়
নাচছে ওপেন ডিজে..
প্রশাসন এখন খুবই ব্যাস্ত
জরিমনার কাজে…

রেড জোন আর রেকর্ড ব্রেক
হোক না তাতে কি….
সরকার তো করছে কামাই
অনেক টাকার ফি….

করোনা আর প্রশাসনের
ভানুমতির খেলা…
দেখছে বসে আম জনাতা
খাচ্ছে ছিলে কলা…..

সুখ পাখি

সুখের আশায় ঘুরছি আমি
সুখ পাবো ভাই কিসে,
মিথ্যে টাকে সুখ ভেবে ভাই
কষ্ট পাচ্ছি মিছে।।

ঘুমোঘোরে দিন কেটে যায়
দিনের পরে রাত,
এই সুযোগে সুখ পাখিটা
ডকছে তুলে হাত।।

সুখের আশায় কাটিয়ে দিলাম
বাকি জীবন টা,
সুখ বিনে তাই সুখি আমি
হইনি তো পিছ পা।।

Advertisement
উৎসMohammad Aliranju
পূর্ববর্তী নিবন্ধফেনী নদী -কবি দোলন মল্লিক‘এর কবিতা
পরবর্তী নিবন্ধরুবাইয়াত- ই গোলাম -কবি গোলাম কবির‘এর বারোটি অনুকাব্য

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে