যদি আমি ফুটবল খেলতাম -কামাল খাঁ‘এর ছড়া

0
284
কামাল খাঁ
ছড়া : যদি আমি ফুটবল খেলতাম
প্রদ্বিতীয় ছড়াকার : কামাল খাঁ
ফুটবল কোনদিন খেলিনি
ডানপায়ে বল আমি ঠেলিনি
কাউকেও ধাক্কিয়ে ফেলিনি
চোট খেয়ে একদিনও হেলিনি।
জোরে বল কোনদিন মারিনি
কারু বল পা থেকে কাড়িনি
কোনকালে বল খেলে হারিনি
তাই যাদু দেখাতেও পারিনি।
যদি আমি ফুটবল খেলতাম
হয়তোবা নাম করে ফেলতাম
খুব জোরে বলটাকে ঠেলতাম
গোল করে রুমালটা মেলতাম।
ফটাফট গোল শুধু করতাম
টফি দিয়ে ঘর আমি ভরতাম
মনদিয়ে মাঠে খুব লড়তাম
নামি-দামি ক্যারিয়ার গড়তাম।
ফুটবল খেলা শুধু দেখতাম
আর মনে কত কথা লেখতাম
ফুটবল যদি আমি খেলতাম
ঠিক আমি নাম করে ফেলতাম।
Advertisement
উৎসকামাল খাঁ
পূর্ববর্তী নিবন্ধঅনৈক্যর কথা বলে সিংড়াতে অশান্তি সৃষ্টি করবেন না – উপজেলা চেয়ারম্যান শফিক
পরবর্তী নিবন্ধলালপুরে বঙ্গবন্ধুর ৪৫ তম শাহাদাত বার্ষিকী পালিত

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে