যেখানে থেমে গেছিলাম -কবি চন্দনা রায় চক্রবর্তী‘এর কবিতা

0
183
Chandana Roy Chakraborty

যেখানে থেমে গেছিলাম

কবি চন্দনা রায় চক্রবর্তী

যেখানে থেমে গেছিলাম,
সেখান থেকেই বলা শুরু করলাম।
খাঁচার দরজা অনেক আগেই খুলে দিয়েছি।
বিয়োগ আঁকা দরজায় বিপ্লবের লাল পতাকা।
জীবনের গতিক তবু হাওয়া বিহীন।
অঙ্ককষা বিকেল গুলো শ্রাবণের ধারায় টুপটাপ।
উত্তর না মেলা শব্দছকে সুদকষা অভিমান।
ভাঙা বিকেল, উড়োচিঠি, হলুদ বসন্ত আর
ট্রামলাইনে নীল মৃত্যু আজও একলা
ভীষণ রকম একলা।

Advertisement
উৎসChandana Roy Chakraborty
পূর্ববর্তী নিবন্ধবন্ধু -কবি সাফিয়া খন্দকার রেখা‘এর কবিতা
পরবর্তী নিবন্ধশ্রাবণের প্রেম -দেবাশীষ সরকার‘এর কবিতা

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে