রিয়্যালিটি – অনিন্দিতা সেনের কবিতা

0
298
Onindita
খনি অঞ্চলের মানুষ… ছেলেবেলা থেকেই এই শিল্পাঞ্চল এর মানুষ জনের সাথে ওঠাবসা, বড় হওয়া, ভাষা… সংস্কৃতি…বৈপরীত্য… মানবিকতার মিশেলে গড়া এক অনুভূতি নিয়ে বেড়ে উঠেছি আমি। এখানকার এক মস্ত বড় অংশ হল কোড়া, বাউড়ি সম্প্রদায়। যাঁদের সততার ও মানবিকতার কোন তুলনা নেই। এত বিশ্বস্ত মানুষ বোধ হয় সারা পৃথিবী খুঁজলেও আমি পাবনা। এঁরাই এখানকার আদিবাসী বা ভূমিপুত্র, আমরা জোর করে বাস করি মাত্র। তুলনাহীন আন্তরিকতায় মোড়া এই মানুষগুলি। চেষ্টা করলাম ওদের কিছু সমস্যা ওদের ভাষায় তুলে ধরতে…

রিয়্যালিটি
অনিন্দিতা সেন

কলিয়ারির খাদানটোতে মাছ উইঠছে বেবাক
স’তে গুগলিটোও দেদার…
কিন্তুক, রান্ধা টো কি কইরে হবেক রে প’দার বাপ
ত্যাল নুন টোই লাই!
চাল গম পেছি মাঝে মইধ্যে
দু কিলো কইরে র‍্যাশনে
ঝাঁই ঝপ্পর লাগাঁই আছে
ছিলা পিলান স’তে…
খিদ্যার জ্বালায় ও গুলান কাইনতে লেগিছে!
” ঘরে রইছো….পিসান খুড়া…”
ই যে মদনা বিটার ডাক…
বেরুইঁয়ে দেখি দুয়ার ঠিলে
ছামুতে দাড়িন… বুনের ছিলা… ত্যাল টো এনিছে!
স’তে… নুন মশলা আলুর থইল্যা।
গড় হই গো মনসা মা
তুমার কিরপা সবই বুঝি
এমুন কইরে পাঠালেক বাপ্
বাঁইচলো ক’টা জান!

Advertisement
পূর্ববর্তী নিবন্ধগীতি – লিপি চৌধুরী’র কবিতা
পরবর্তী নিবন্ধনাটের পৌরসভার জলাবদ্ধতা নিরসনের জন্য রাস্তা নির্মাণ পরিদর্শনে মেয়র জলি

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে