ছড়া : রুপক
ছড়াকার : মোহাম্মদ আলী রনজু
কবিতা দিয়ে গোছল করি
কবিতা আমি খাই……
কবিতা দিয়ে যুদ্ধ করি
অলিক স্বপ্নে বেড়াই……
কবিতা দিয়ে যাদু দেখাই
কবিতায় করি বাটপারী…
কবিতা দিয়ে মানুষ তারাই
হাজির করি জ্বীন-পরী…
কবিতা দিয়ে সুভাষ আনি
দুর করি সব যন্ত্রনা…
কবিতা দিয়ে সুখ কিনি ভাই
কবিতায় পাই শান্তনা..
কবিতা দিয়ে ক্রয় করি ভাই
চোখের লোনা জল…
কবিতার মাঝে হার জিত খুজি
কবিতায় করি ছল…..
কবিতায় আমি কিংবদন্তি
জীবন মরন খেলা….
কবিতায় আমার দিগন্ত সূর্য
শৈষব নৃত্য খেলা …..
কবিতায় আমি সবাই আমার
কিংবা সর্ব হারা……
কবিতায় আমি বিস্ফারণে
দিয়ে যাবো শুখু সারা……
Advertisement