লালপুরে চিনি শিল্প রক্ষার দাবিতে মানববন্ধন

0
194

নাটোরকণ্ঠ লালপুর :  ‘সারা বাংলার আখ চাষী জোট বাঁধ, লড়াই করো’ স্লোগানকে সামনে রেখে চিনি শিল্প রক্ষার দাবিতে নাটোরের লালপুরে মানববন্ধন ও পথ সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৮ নভেম্বর) সকালে উপজেলার গোপালপুর রেলগেটে নর্থ বেঙ্গল সুগার শ্রমিক-কর্মচারী ইউনিয়ন ও উত্তরবঙ্গ চিনিকল আখচাষী সমিতির আয়োজনে এই কর্মসূচি পালিত হয়। এসময় রেলগেট এলাকা ‘কৃষক শ্রমিক জনতা এক হও, লড়াই কর’, ‘দালালরা হুশিয়ার সাবধান’ স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে উঠে।

এসময় নর্থ বেঙ্গল সুগার মিল শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের সভাপতি মোঃ গোলাম কাওছারের সভাপতিত্বে বক্তব্য রাখেন, নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম (বকুল)। এছাড়া অন্যনের মধ্যে উপস্থিত ছিলেন, নাটোর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শরিফুল ইসলাম রমজান, উত্তরবঙ্গ চিনিকল অাখ চাষী সমিতির সভাপতি ইব্রাহীম খলিল, সাধারণ সম্পাদক সুকুমার রায়, শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন পিন্টুর, সহ- সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান প্রমূখ।

এসময় বক্তারা চিনি শিল্প বন্ধের পায়তারা বন্ধ করে চিনি শিল্প বি-রাষ্টীয় করণ বন্ধ করা, চিনিকল গুলো বহুমুখী করণের প্রকল্প দ্রুত বাস্তবায়ন, কৃষক শ্রমিক-কর্মচারীদের বকেয়া পাওনা পরিশোধ ও চিনিকল গুলো অতিদ্রুত মিল চালু করার দাবি জানান। অন্যথায় সড়ক পথ, রেলপথ অবরোধ সহ কঠোর আন্দোলনের হুশিয়ারী দেন বক্তরা।

Advertisement
পূর্ববর্তী নিবন্ধনাটোরে চোলাই মদসহ ২ জন আটক
পরবর্তী নিবন্ধনাটোরে জনসচেতনতা মূলক মাস্ক বিতরণ এবং স্থানীয় জনগণের সাথে মেয়রের মতবিনিময়

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে