নাটোরকন্ঠ:
নাটোরের লালপুর উপজেলায় বর্তমান করোনা পরিস্থিতিতে বাজারে স্বাস্থ্যবিধি না মানায় দোকান মালিক ও ক্রেতাকে জরিমনা করা হয়েছে।আজ রোববার দুপুরে ১ দোকান মালিক ও ২ জন ক্রেতাকে মোট এক হাজার এ’শ টাকা জরিমানা করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার উম্মুল বানীন দ্যুতি নাটোর কন্ঠকে জানান,বতর্মানে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব জনিত কারনে সাধারন মানুষের কথা চিন্তা করে সরকার লকডাউন কিছুটা শিথিল করেছে।কিন্তু যে সক শর্তে সরকার লকডাউন কিছুটা শিথিল করেছিলো তার মধে অন্যতম হচ্ছে সামাজিক দূরত্ব বজায় রাখা।কিন্তু দুক্ষের বিষয় মানুষ সচেতন হচ্ছে না।এতো চষ্টার পরও করোনা পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে চলার চেস্টা অনেকেরই নেই। তখন বাধ্য হয়ে আমাদের কঠোর হতে হচ্ছে।আজও বাজার মনিটরিং এ গিয়ে সামাজিক দুরত্ব না মানায় ১ দোকান মালিক ও ২ জন ক্রেতাকে ভ্রাম্যমান আদালত বসিয়ে এই জরিমনার আদেশ ও তা কার্যকর করা হয়।