শরম হয় না আমার – জাহিদ জগৎ
শাহবাগে গেলেই, রবিন আহসান, একরামুলরা সামনে দাঁড়ায়া মাইক হাতে বক্তৃতা দেন। রাস্তার মাঝে বইসা থাকি। উনারা মাইকে চিল্লায়া চিল্লায়া মুক্তিযুদ্ধের গল্প কয়। আমি যুদ্ধ দেহি নাই। উনাদের মুখে শুনি। উনারা কইতে চায়, আওয়ামীলীগ পৃথিবীর সব’চে বিশুদ্ধ দল, অপরাধীরা যেন কাঞ্চির বেড়া কেটে ঢুকে পরা চোর, আওয়ামীলীগ ঘুমিয়ে পরা এক গভীর সততা। যেন, তারা আওয়ামীলীগের ঘুম ভাঙ্গাবার দায় রাস্তায় এসে দাঁড়িয়েছে। আমি আমার ঘুম’কে ঘৃণা করি। বসে বসে চোখ ডলি। তারা বলতেই থাকে, মুক্তিযুদ্ধের চেতনা আজ ঐসব রাজাকারে ঘিরে ফেলেছে…
আমি ঘুমের চোটে অবচেতন হয়ে যাই। তবু যাই,
বার-বার যাই, যেতে হয়। যাবার যে আর জায়গা নেই।
Advertisement