শিরোনামহীন – কবি শর্মিষ্ঠা চট্টোপাধ্যায় বড়াল এর কবিতা

0
259
কবি-এনকে

শিরোনামহীন
শর্মিষ্ঠা চট্টোপাধ্যায় বড়াল

পড়তি বিকেল চলতি হাওয়া ওড়না জুড়ে ফুলকারি
স্বল্প জানা সেই চেনা মুখ
এখন বুঝি সংসারি!

জোনাক জ্বলা ভীতর ঘরে
দখিন হাওয়া অকস্মাৎ
মায়ের ভাষণ ভীষণ শাসন
পা বাড়ালেই গভীর খাত।।

সবাই জানে কেইবা মানে
সময় যখন দুরন্ত,
ভুরুর মাঝে আশমানী টিপ,
হৃদয় জোড়া বসন্ত।।

শেষ গোধূলির গা- চোঁয়ানো
আলোর গন্ধ চমৎকার,
সুখের স্রোতে দুলছে দুজন,
স্বপনদোলার চড়নদার।

কে যে সেদিন মেঘ চেনালো
মেঘ ছুঁয়েছে জলপরী
মেঘের বিলাপ পেরিয়ে এসে
আজকে সে ঘোর সংসারি।।

Advertisement
পূর্ববর্তী নিবন্ধনাটোরের সিংড়া ফরিদনগর টেকনিক্যাল স্কুল এন্ড বিএম কলেজে পল্লীশ্রীর বৃক্ষরোপন অভিযান
পরবর্তী নিবন্ধবীর মুক্তিযোদ্ধা নবীউর রহমান পিপলু’র বড় বোনের ইন্তেকাল,নাটোরকন্ঠ পরিবারের শ্রদ্ধা

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে