শিরোনামহীন
শর্মিষ্ঠা চট্টোপাধ্যায় বড়াল
পড়তি বিকেল চলতি হাওয়া ওড়না জুড়ে ফুলকারি
স্বল্প জানা সেই চেনা মুখ
এখন বুঝি সংসারি!
জোনাক জ্বলা ভীতর ঘরে
দখিন হাওয়া অকস্মাৎ
মায়ের ভাষণ ভীষণ শাসন
পা বাড়ালেই গভীর খাত।।
সবাই জানে কেইবা মানে
সময় যখন দুরন্ত,
ভুরুর মাঝে আশমানী টিপ,
হৃদয় জোড়া বসন্ত।।
শেষ গোধূলির গা- চোঁয়ানো
আলোর গন্ধ চমৎকার,
সুখের স্রোতে দুলছে দুজন,
স্বপনদোলার চড়নদার।
কে যে সেদিন মেঘ চেনালো
মেঘ ছুঁয়েছে জলপরী
মেঘের বিলাপ পেরিয়ে এসে
আজকে সে ঘোর সংসারি।।
Advertisement